ফেনী : স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী হোমিওরিসার্চ সেন্টার চট্টগ্রাম ও ফেনী শাখার উদ্যোগে আলোচনা সভা বুধবার (১৭ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসাইন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের কো-চেয়ারম্যান ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী হোমিওরিসার্চ সেন্টার ফেনী শাখার সহকারী মুহাম্মাদ রফিকুল ইসলাম, সোনাগাজী শাখার সহকারী মুহাম্মদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, দৈনিক বাংলাদেশ সমাচার ফেনী অফিসের সহকারী মুহাম্মাদ ইব্রাহিম রিয়াদ, ইসলামী হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার সহকারী মুহাম্মাদ নুর মোহাম্মদ প্রমুখ।
প্রেস রিলিজ