ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি বারমাসিয়ায় খাজা গরীবে নেওয়াজের ওরশ অনুষ্ঠিত

ফটিকছড়ি, চট্টগ্রাম
মার্চ ১২, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি বারমাসিয়া নালিরকুল হযরত খাজা গরীবে নেওয়াজের (র.) ২১তম বার্ষিক ওরশ শরিফ শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ, বাদে এশা তবারুক বিতরণ, রাতে কাওয়ালী মাহফিল।

নালিরকুল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনছুর,

ভূজপুর থানার উপ পরিদর্শক (এসআই) মেহের আলি, সুমন সিকদার, মোহাম্মদ মামুন সিকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন ।

ওরশ কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন শুক্কুর সওদাগর, মোহাম্মদ নবী, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ আহম্মদ গনি কালু।

মোহাম্মদ রহিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ জামাল, মোহাম্মদ জফুর এবং ওরশ এন্তেজামিয়া কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

প্রেস বার্তা

 

 

এ সময় বক্তারা বলেন, আল্লাহর অলিয়ে কেরামের মাধ্যমে প্রত্যেক মানুষের পারিবারিক জীবনের সুখ-শান্তি আসে। তাদের অনুসরণ করে কর্মময় জীবন পরিচালনা করতে পারলে সবাই উভয় জাহানে কামিয়াব হতে পারবে।

Facebook Comments Box