ফটিকছড়ি: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফর নগর ইউনিয়নের জাহান পুর গ্রামে গত শনিবার (২৩ অক্টোবর) দুপুরে আমজাদিয়া খতিজাদুল কোবরা হাফেজ ও মহিলা মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালী।
এছাড়াও ফটিকছড়ির বিভিন্ন স্হানে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর উদ্যোগে খাদ্য, শিক্ষা ও সুরক্ষা সামগ্রী, সিমেন্ট বিতরণসহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক জোন চেয়ারপার্সন লায়ন মো. খোরশেদ আলম ও লায়ন মো. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লায়ন মাহাবুবুল আলম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইয়াছিন ফারুক, ভাইস প্রেসিডেন্ট লায়ন এএসএম সাজ্জাদুল ইসলাম চৌধুরী, ক্লাব সেক্রেটারী লায়ন মো. টিপু সোলতান চৌধুরী, লায়ন শহীদুল আলম করিম, জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. সাইফুল করিম চৌধুরী।
প্রেস বার্তা