নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের প্রয়াত চিত্র পরিচালক, নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তমিজউদ্দিন রিজভীর স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকালে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে নারায়নগঞ্জ থিয়েটার।
এতে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ থিয়েটারের কার্যকরী পরিষদের সদস্য জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।
বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় সম্পাদক উত্তম সাহা, প্রবীন নাট্যজন বাহাউদ্দিন ভুলু, প্রয়াত তমিজউদ্দিন রিজভীর ছেলে শুভ রিজভী।
স্মরণ ও দোয়া মাহফিলে বক্তারা তমিজউদ্দিন রিজভীর স্মৃতি চারণ করে বলেন, ‘রাজনীতিতে তমিজউদ্দিন রিজভী সক্রিয় না থাকলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর থেকে তিনি চলচিত্র ও নাটকে জড়িয়ে পড়েন।’
অনুষ্ঠানে বক্তারা তমিজউদ্দিন রিজভীর স্মৃতি সংরক্ষণের জন্য দাবি জানান। পরে দোয়া ও মিলাদ মাহফিলের করা হয়।