ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের রিইউনিয়ন অনুষ্ঠান স্থগিত

পরম বাংলাদেশ ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের উদ্যোগে আয়োজিত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য রিইউনিয়ন-২০২২ এর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে সিটির জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

দেশজুড়ে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের বিধিনিষেধ চলমান থাকায় ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী বন্ধুদের সংক্রমণের আশঙ্কায় সরকারের সিদ্বান্তের প্রতি সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি অনুকূল হলে পরবর্তী অনুষ্ঠানের তারিখ ও সময়সূচি জানিয়ে দেয়া হবে। বিষয়টি প্রোগ্রামে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন রিইউনিয়ন- ২০২২ কমিটি।

প্রেস বার্তা

Facebook Comments Box