চট্টগ্রাম: আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, ‘করোনার জন্য মানুষ অনেকটা নির্বাচন বিমুখ হয়ে গেছে। কাজেই নির্বাচন কমিশন, সরকার, প্রশাসনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য জোরালো ভূমিকা রাখতে হবে। ২০ লাখ ভোটারের মধ্যে ১০ লাখ ভোটার মহিলা ও নারী। তাই নারীদের পাশাপাশি নতুন প্রজন্মদের ভোট সেন্টার মুখী করার জন্য নির্বাচন কমিশন ও সরকারকে উদ্যোগী হতে হবে।’
তিনি শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ৩৭ নাম্বার উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভায় এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন আরো বলেন, জনগণের কাছে নির্বাচনকে হাসি-তামাশার পাত্র করে ক্ষমতার স্বাদ বেশিদিন আর নিতে পারবেন না। জনগণ রাস্তায় নেমে এসেছে। শাসকগোষ্ঠীর চারদিকে দুর্নীতি, সন্ত্রাস আর লুটপাটের মহাউৎসব চলছে, তাতে জনগণ অতিষ্ঠ। জনগণকে ক্ষেপাবেন না, জনগনকে ক্ষেপিয়ে জুলুম-নির্যাতন করে কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না।’
তিনি আরো বলেন, ‘মানুষের জান-মালের নিরাপত্তা এখন সম্পূর্ণরুপে অনিশ্চিত হয়ে পড়েছে। দেশজুড়েই চলছে আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নগ্নভাবে ভোট ডাকাতি করে এরা ক্ষমতায় এসেছে। এরপর থেকে তাদের অত্যাচার আর নির্যাতনের মাত্রা ভয়ঙ্কর রূপ বেড়ে গেছে। এদের প্রতিহত করতে হবে, জনগণকে রাস্তায় নামতে হবে।’
সভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধবংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করে নষ্ট করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। যার ফলোশ্রুতিতে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। বিগত নির্বাচনগুলোতে আমরা সেটা উপলব্ধি করেছি। তাই চসিক নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাণের শহর চট্টগ্রামকে ভোট ডাকাতদের উত্তরসূরীর হাতে তুলে দেওয়া যাবে না।’
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ আজিজ, এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা শামসুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর।
সংবাদ বিজ্ঞপ্তি