ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বার্তা
এপ্রিল ৯, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: পতেঙ্গা মুসলিমাবাদে প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের উদ্যোগে রমজান উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) বিকালে ১১০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো নুরুল আবছার ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুল কাদের সাইফুলের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন, রাজনীতিবীদ মো আব্দুর রহিম, সংগঠক মুজিবুল হক, মো শরীফ (কন্ট্রাক্টর), মেম্বার মঈন উদ্দিন সওদাগর, জামাল উদ্দিন খান কাজল, মো নেজাম উদ্দিন, প্রণব সরকার, মো হারুন, মো আবুল ফয়েজ, এসকে সাগর, মো বশির, মো সোলাইমান।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো মোস্তফা কামাল, মো সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন, অর্থ সম্পাদক মো মাজহারুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক মো ইসমাইল হোসেন সুমন, সহ প্রচার সম্পাদক মো রাজিব, দপ্তর সম্পাদক মো মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার প্রকাশ দাশ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত মজুমদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো ফরিদ, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক হাসান কায়সার রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ খাঁন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সোনা বাবু জলদাশ, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নোবেল কর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো শাহানুর, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো দস্তগীর চৌঁধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মো ইব্রাহীম, কৃষি বিষয়ক সম্পাদক মো নুরুন্নবী, কার্যকরি সদস্য মো হিরু আলম, আজহারুল ইসলাম (সৈকত), মো মিলন, পান্না জলদাশ, মো আলমগীর হোসেন, মো জসীম, মো আলিম উদ্দীন, আব্দুল আজিজ মনির, হাসান তারেক, আসিফ চৌধুরী ইফতি, মো ফারদিন ওসমান দিহান, ইব্রাহিম খলিল, মারুফ হোসেন আকাশ, মো রাসেল পারভেজ, মো ফিরোজ, বাবুল দত্ত, নুরে আলম খান, হৃদয়, তামিম হাসান, মো মামুন, দূর্জয় শীল, নুর আলম খান পলাশ।

মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আব্দুল কাদের জিলানী (রহ) জামে মসজিদের খতিব সরোয়ার কামাল।

প্রেস বার্তা

Facebook Comments Box