ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত মুসলিম উদ্দিন আহমদ তৃণমূল থেকে উঠে আসা একজন প্রকৃত রাজনীতিবিদ

চট্টগ্রাম
মার্চ ১৭, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদ তৃণমূল থেকে উঠে আসা একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে প্রয়াত সাংসদ মুসলিম উদ্দিন আহমেদের স্মরণ সভার আলোচনায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম নাগরিক ফোরাম এ সভার আয়োজন করে।

এতে সভাপতির বক্তব্যে আইনজীবী মনোয়ার হোসেন আরো বলেন, ‘মোছলেম উদ্দিন আহমেদ ছিলেন তৃণমূল থেকে উঠে আসা একজন প্রকৃত রাজনীতিবিদ। তিনি আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে কাজ করে গেছেন। মোছলেম উদ্দিন আহমেদের কথা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। বোয়ালখালীর কালুরঘাট সেতুর জন্য তার চেষ্টার কথাও সবাই স্মরণ করবে।’

গণ মাধ্যম কর্মী মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মাজাহারুল হক শাহ্, ফোরামের ভাইস চেয়ারম্যান কণ্ঠ শিল্পী শাহরিয়ার খালেদ, ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাদের প্রসাদ দেবু, মুরাদপুর মহল্লা কমিটির সভাপতি সমাজসেবী হাসান নাসির, পাঁচ লাইশ থানা আওয়ামী লীগ নেতা মো. সোহেল মাহমুদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, ছড়াকার তসলিম খাঁ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুর শুকউর, ফোরামের মো. নূর, মো. ইমন, কবি আসিফ ইকবাল, আওয়ামী লীগ নেতা মাসুদ খান, রুবেল ধর, এমডিএইচ সাজ্জাদ, শামিম, মো. সমিন, মেহেরুন নীপা, নূর ইসলাম, মো. জসিম উদ্দিন, রুবেল ধর, পঙ্কজ রাহুল, মামুন চোধুরী, জিন্নাত আরা ঝিনুক, মো. মহসিন।

Facebook Comments Box