চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সফিকুল ইসলাম জনি (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডাবলমুরিং মডেল থানা পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারী) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সফিকুল ইসলাম জনি হালিশহরের অধিবাসী আব্দুল বাতেনের পুত্র। জনি পাহাড়তলীর নিউ মীম ফ্যাশনের সুইয়িং অপারেটর।
তার কাছ থেকে সাড়ে ২০ ইঞ্চি লম্বা লোহার তৈরি একটি তরবারি (বড় দা) উদ্ধার করা হয়।
পুলিশে জিজ্ঞাসাবাদে জনি অন্য সঙ্গীদের সহায়তায় পরস্পর যোগসাজশে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ বাঁধানোর উদ্দেশ্যে জব্দকৃত দাসহ ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।