কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এক রাতে মোবাইল ডিস্ট্রিবিউটার দোকানসহ চার দোকানে টিন কেঁটে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি।
শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে পেকুয়া বাজার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। চোর চক্রটি পেকুয়া বাজারস্থ বাহাদুর শাহ মার্কেটের গলির মুখে মোবাইল ডিস্ট্রিবিউটার কায়সার মোবাইল হোম থেকে নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মোবাইল সেট, মিজানের মালিকনাধীন গ্যাস ফেয়ার থেকে নগদ ৫২ হাজার টাকা, মো. ছাদেকের মালিকনাধীন ছাদেক এন্টারপ্রাইজ থেকে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। ছরওয়ারের মালিকনাধীন মোবাইল হোমে তালা ভেঙে দোকানে প্রবেশ করে কয়েকটা মোবাইল সেট নিয়ে চলে যায়।
বাজারের প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও সিসি ক্যামেরা ফুটেছে দেখা যায়, অভিনব কৌশলে চারটি দোকানের উপরে উঠে টিন কেটে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে মুখে মাস্ক পড়ে ল্যাংটা হয়ে চোরের দল চুরির কাজ সম্পন্ন করে। বিভিন্ন সময়ে কৌশলে দোকান থেকে বেরিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
জনবহুল বাজারটিতে নৈশ্য প্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও এমন চুরির ঘটায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি করেছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।
পেকুয়া বাজার বণিক সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘চার দোকানে চুরির ঘটনাটি আমরা সিসি টিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা করছি। পাহারাদারের সাথেও কথা বলেছি। এরপর প্রশাসনকে অবগত করা হবে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেছের মাধ্যমে আমরা চোর সনাক্ত করার জন্য কাজ করব।’