চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় পরিবেশিত হয়েছে গীতরঙ্গ ‘ইউএসটিসি বধ্যভূমি’।
পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত মানব বন্ধন ও উন্মুক্ত সংবাদ সম্মেলনের পূর্বে গীতরঙ্গটি পরিবেশিত হয়।
এটি পরিবেশন করে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার নাট্যাধার।
সাংবাদিক ও নাট্যকার প্রদীপ দেওয়ানজী রচিত গীতরঙ্গটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল যাত্রা।
এর বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন মো. বাহাউদ্দিন মিরান, জসিম উদ্দিন, নজরুল ইসলাম তুহিন, মো. কাউসার মজুমদার, জিসাদ জোহান, জিনিয়া তাসনিম, মো. সুলতান, শারমিন সুলতানা রাশা প্রমুখ।
এরপর ‘পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ’ কর্তৃক বধ্যভূমির সামনে মানব বন্ধন ও উন্মুক্ত সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক গাজী সালেহ উদ্দিন, সাংবাদিক ও নাট্যকার প্রদীপ দেওয়ানজী, উদীচী শিল্প গোষ্ঠী চট্টগ্রামের সুনীল ধর, ওয়ার্কার্স পার্টির নেতা শরীফ চৌহান, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান প্রমুখ।
এতে পাহাড়তলী বধ্যভূমির জন্য বরাদ্দকৃত এক দশমিক ৭৫ একর জমি থেকে আগামী ২৬ মার্চের পূর্বে ইউএসটিসির দখলদারিত্ব উচ্ছেদ করে সরকার ঘোষিত মুজিব বর্ষ উদযাপন সময়কালের মধ্যে পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবি জানানো হয়।