চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের নয় নম্বর পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে এক হাজার গরীব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাতে পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরশাদ মামুনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
এ রেজাউল করিমের ছোট ভাই সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী বলেন, ‘করোনার শুরু থেকে চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী নগরীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও খাবার, করোনায় সুরক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে আসছেন। নগরবাসীর কল্যাণে দিন রাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি নাগরিক দূর্ভোগ লাঘবে আগামীতেও তার মানবিক কাযক্রম চলবে।’
প্রেস বার্তা
Facebook Comments Box