চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম তার ঘুড়ি মার্কার সমর্থনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবা (১২ জানুয়ারি) বিকালে ওয়ার্ডের ডিসি রোড মিয়ার বাপের বাড়ি, দেওয়ান বাজার, বাদশা মিয়া সওদাগর বাড়ি, শিশু করস্থান সংলগ্ন এলাকায় তিনি গণ সংযোগ করেন।
এ সময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম আগামী ২৭ জানুয়ারির চসিকের নির্বাচনে কাউন্সিলর পদে তাকে নির্বাচিত করা হলে পশ্চিম বাকলিয়ার অপরাধ নিমূর্লে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা পরিস্থতির নিয়ন্ত্রণে ওয়ার্ডে সিসি টিভি স্থাপন করার ঘোষণা দেন।
গণ সংযোগকালে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনূস কোম্পানী, সংরক্ষিত আসনের প্রার্থী শাহিন আকতার রোজী, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম টিটুসহ গোলাম আজম, এডভোকেট মোস্তফা নাজিম পাশা, মুজিবুর রহমান, কামাল আহমদ, মহিউদ্দিন আহমদ প্রমুখ তার সাথে ছিলেন।
প্রেস বার্তা