চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাকলিয়া রসূলবাগ আবাসিক এলাকায় গণসংযোগ করেন।
এ সময় রসূলবাগ সমাজ কমিটির কর্মকর্তা ডাক্তার অলিউর রহমান, মোহাম্মদ নসরুল্লাহ, মনসুর আলী, আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ছাত্রলীগ নেতা আহমেদ শুভ শহিদুল আলমের সাথে ছিলেন।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম নির্বাচিত হলে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, এলাকার সামাজিক সংগঠন ও মহল্লা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে সামাজিক প্রতিরোধে কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।
শহিদ মাদক ব্যবসায়ীদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অনুসরণ নীতি অনুসরণ করবেন বলে জানান। এ সময় তিনি তার মার্কা ঘুড়ি মার্কায় ভোট চান ভোটারদের কাছে।
প্রেস নিউজ