নড়াইল: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে ‘পরিবেশ বিপর্যয় রোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নড়াইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য চেষ্টা করছেন। সেই সাথে দেশের সব জনগণকে পরিবেশ বিপর্যয় রোধে এগিয়ে আসতে হবে। নড়াইল জেলার পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা বৃদ্ধিতে আমি সবুজ আন্দোলনের যে কোন কর্মসূচিতে পাশে আছি।’
নজরুল ইসলাম বলেন, ‘সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তরুণ সংগঠক বাপ্পি সরদারের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নড়াইল জেলার যে কোনো পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলন সোচ্চার ভূমিকা পালন করবে। আগামীতে দখলকৃত খাল, বিল উদ্ধারে কাজ করব। বৃক্ষ রোপণ কর্মসূচি জোরদার করতে সব সদস্যের সহযোগিতা কামনা করছি।’
জেলার সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, আব্দুল হাই সিটি কলেজের প্রভাষক অধ্যাপক মলয় নন্দী, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য নাহিদ কাজী।
এ সময় সংগঠনের পক্ষ থেকে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।