ফেনী: ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
ফেনী থানার ভূমি রেজিষ্ট্রার নতুন অফিসের পাশে নূরজাহান এন্টারপ্রাইজ নামের দোকানের ভিতর থেকে মঙ্গলবার (১১ মে) রাত আটটা দশ মিনিটের দিকে তাকে আটকের পর গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মীর মোহাম্মদ প্রকাশ স্বপন (দলিল লেখক) (৪০) ফেনী থানার মজলিশপুরের আবু বক্কর সিদ্দিকের পুত্র।
তার হেফাজত থেকে একটি শর্টগান, দুইটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ জানায়, মীর মোহাম্মদ ও তার ভাই নজরুল ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতা চললছে। এর জের ধরে ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে তার ভাই নজরুল ইসলামের অনুপস্থিতে বিশেষ কৌশলে দোকানের ভিতর সিলিংয়ের উপর উদ্ধারকৃত আলামত রেখে দেয়।
গ্রেফতারকৃত মীর মোহাম্মদ স্বপন ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।