চট্টগ্রাম: চট্টগ্রামের পথ শিশু শিক্ষা কার্যক্রমের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অধিকার বঞ্চিত শিশু একাডেমীর উদ্যোগে শুক্রবার (১৩ মে) বিকালে একাডেমির চতুর্থ কেন্দ্র আকবর শাহ থানাধীন লালদোকান সংলগ্ন কেন্দ্রে ৫০জন সুবিধাবঞ্চিত পথ শিশুর মাঝে ঈদুল ফিতর উপলক্ষে উন্নত খাবার বিতরণ করা হয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সদস্য মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নয়ন, রুবি আকতার, রূপা আকতার, কামরুন নাহার কবিতা, রেশমী আকতার, উমর ফারুক।
সভায় বক্তারা বলেন, ‘সমাজের সব মানুষ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে এলে সমাজ ও জাতি উপকৃত হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করলেও এর সুযোগ-সুবিধার বাইরে অনেক পথ শিশু রয়েছে। পথ শিশুদের কল্যাণে অধিকার বঞ্চিত শিশু একাডেমি ২০১৬ সাল থেকে কাজ করে আসছে।’
প্রেস বার্তা