চট্টগ্রাম: পথশিশুদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচী নিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শুরু করেছে সাংগঠনটি।
ড্যান্ডি (গাম) মাদক তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোর দাবি তোলা হচ্ছে। সংগঠনটি শিগিগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের চট্টগ্রামের উপ-পরিচালকের সাথে বৈঠক হয়েছে।
বৈঠকে সংগঠনের সহ-সভাপতি আনজুমান আরা বেগম, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, অর্থ সম্পাদক জাকিয়া জাহান নিপু উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা
Facebook Comments Box