চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতের হারানো ঐতিহ্যি ফিরিয়ে আনতে ও নতুন প্রজন্মকে সবুজ অরণ্য উপহার দিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে প্রায় শতাধিক বিভিন্ন জাতের চারাগাছ রোপন করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও পতেঙ্গা সমুদ্র সৈকত কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহিদ চৌঁধুরী।
সমাজ সেবক পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুছা আলমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সী বিচ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মামুন, রুবেল, মনছুর, সাইফুল ইসলাম।
মুছা আলম বলেন, ‘গাছগাছালি ঘেরা পতেঙ্গা সমুদ্র সৈকতে বিনোদন প্রেমীরা পাবে এক অন্য রকম পরিবেশ। প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে বাচঁতে হলে বৃক্ষ রোপণের ভূমিকা অপরিসীম।’
ওয়াহিদ চৌঁধুরী বলেন, ‘সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
প্রেস বার্তা