চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ৪১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ১৭তম ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পযর্ন্ত আলী পাইলট প্রি স্কুলে চলমান ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার এএইচ জাহিন ও সানজিদা আলম।
এ সময় উপস্থিত ছিলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, দপ্তর সম্পাদক সেকান্দর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা বেগম, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, যুবলীগ নেতা লোকমান, ওমর উদ্দিন, দিদারুল, আলম, নসাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হাসান, মাঈন উদ্দিন, আয়ান সরকার, মো. হৃদয় প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি