চট্টগ্রাম: যুবলীগের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দুই দিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচির প্রথম দিনে চিত্র কর্ম ও আশ্রয়ণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভার্চুয়াল সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশার সঞ্চালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, উদ্বোধক ছিলেন সাংসদ আমির হোসেন আমু।
যুবলীগের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে চট্টগ্রাম সিটির পতেঙ্গায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সৌজন্যে পতেঙ্গার স্থায়ী বাসিন্দা উত্তর পতেঙ্গা পূর্ব কাটগড় যুবলীগ নেতা আব্দুল হালিমের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, মো. শামসুদ্দীন, আলী আকবর চৌধুরী, মো. সেকেন্দার আজম, জাকের আহমেদ খোকন, শামসুল আলম, ডাক্তার ওসমান, চট্টগ্রাম সিট সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য নাছির আহম্মেদ, মো. হাসান, মো. লোকমান, জাহিদ হোসেন খোকন, মুসলিম উদ্দিন, দিদারুল আলম নান্টু, দিদারুল আলম, মো.সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হোসেন, সরওয়ার আলম রাহাত, ছাত্রনেতা আব্দুল মান্নান সুমন রাজু, অজু সরকার, সাইদুজ্জামান রাকেশ, নুসরাত জাহান প্রমুখ।
প্রেস বার্তা