চট্টগ্রাম: বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় পতেঙ্গা মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক।
সঞ্চালনা করেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আফসার ও সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন।
এতে প্রধান অতিথি ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র সাধারন সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, চট্টগ্রাম মহানগর মহিলা যুব লীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি, ব্যবসায়ী ও সমাজ সেবক সিআইপি জসিম উদ্দিন, ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ- সভাপতি সাংবাদিক এসকে সাগর, এসবি জীবন, ডা. জামাল উদ্দিন খান কাজল, সাধারণ সম্পাদক আবু নাছের জু্য়েল, যুগ্ন সাধারণ সম্পাদক এসবি দেব লিটন।
অনুষ্ঠানে চসিক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মেয়র নির্বাচিত হলে পতেঙ্গাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি ওয়াসার পানির ব্যবস্থা করা হবে। আগামীতে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। নাগরিক দুর্ভোগ লাঘবসহ স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব থাকবে।’
সংবাদ বিজ্ঞপ্তি