চট্টগ্রাম: ‘মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম সিটির পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এসব কম্বল বিতরণ করা হয়।
ডিপোর ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন কার্যক্রমের উদ্বোধন করেন। ডিপোর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটির ৩৭, ৩৮ ও ৪০ নম্বর ওয়ার্ডের অসহায় শীতার্তদের কম্বল নিতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ডিপোর কর্মকর্তা মো. কাউছার আলম, ডিপোর এডমিন সুনায়ন বডুয়া, সিএসডি ইনচার্জ সালে আহমদ শাহিন, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোজাহের, হুমায়ুন কবির, ৪০ নম্বর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাইফুদ্দিন রবি, হিন্দু-বৌদ্ধ পরিষদের সদস্য লিটন চৌধুরী, কাজল চৌধুরী।
প্রেস বার্তা
Facebook Comments Box