পটিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন এলাকা থেকে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা দামের ১০ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত এগারোটা ২০ মিনিটের দিকে পটিয়া বাইপাস সড়ক সংলগ্ন হাম কনভেশন সেন্টারের বিপরীত পাশের পাকা রাস্তার উপরে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হল- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুরের মৃত আব্দুল হাদীর পুত্র ট্রাক চালক মো. শাহজাহান মিয়া (৪২) ও একই থানার গণার ছাইদুই ইসলামের পুত্র হেলপার মো. সাইফুল ইসলাম (২৩)।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দুইজন দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।