পটিয়া, চট্টগ্রাম: দেশে চলমান সরকারি বিধিনিষেধের মধ্যে মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভাটিখাইন ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. হাসান শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন অভির সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মেম্বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রিটন বড়ুয়া, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন বড়ুয়া অভি, পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।
প্রেস বার্তা