চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আসন্ন নির্বাচন উপলক্ষে সোমবার (১৮ জানুয়ারি) বিকালে ১৮ নম্বর পশ্চিম বাকলিয়া, উত্তর ও দক্ষিণ পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় তিনি জনসাধারণ এবং ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি অনুরোধ জানান।
গণসংযোগে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পদাক নোমান আল মাহমুদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহাবুবুল হক মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, কার্য নির্বাহী সদস্য দোস্ত মোহাম্মদ, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, কাউন্সিল প্রার্থী মো. জাবেদ, সদরঘাট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, কাউন্সিল প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস।
এ সময় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, চসিক নির্বাচনে যদি কেউ অশান্তি তৈরি করতে চায়, যদি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটতে চায়, তাদের বিরুদ্ধ গণ প্রতিরোধ গড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তি প্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ তারিখ সারা দিন বিধি মেনে কেন্দ্রের অদূরে অবস্থান নিয়ে থাকবেন। কেউ যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে খেয়াল রাখবেন। ভোটারদের অনুরোধ করি, সকলেই ভোট কেন্দ্রে আসবেন। স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে রেজাউল ভাইকে জয়ী করবেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো মেয়র পদে আমাকে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ্যকর, নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ্। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।’
প্রেস নিউজ