নোয়াখালী: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার থানাধীন হারিছ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
কয়েক জন অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পন্ডিত হাট রোড এলাকার হাজী কুদ্দুস ‘স’ মিলের সামনে থেকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটকপূর্বক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রিপন (২৭) চরজব্বার ১৬ নাম্বার দিঘী কলোনী দক্ষণ চর বাগ্গার মো. বাহারের পুত্র।
তার বিরুদ্ধে নোয়াখালীর চরজব্বার থানায় চুরির অভিযোগে একটি মামলা রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, জিজ্ঞাসাবাদ দীর্ঘ দিন যাবৎ নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রিসহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসার কথা স্বীকার করেছে রিপন। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়েছে।