ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণের সাত বছর পর মুক্তি পাচ্ছে গোপীচাঁদ ও নয়নতারার ‘আরাদুগুলা বুলেট’

পরম বাংলাদেশ প্রতিবেদন
জুলাই ৫, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ সাত বছর দেরি হওয়ার পরে গোপীচাঁদ এবং নয়নতারা অভিনীত ‘আরাদুগুলা বুলেট’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত।

ছবিটি পরিচালনা করেছেন প্রবীণ পরিচালক বি গোপাল এবং প্রযোজনা করেছেন থান্দ্র রমেশ।

একটি জনপ্রিয় তেলুগু দৈনিকের সাথে সর্বশেষ কথোপকথনে আরাদুগুলা বুলেটের প্রযোজক রমেশ প্রকাশ জানিয়েছেন, তিনি তেলেগু রাজ্য জুড়ে থিয়েটারগুলো আবার খোলা হওয়ার পরেই আগস্ট মাসে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

ফিল্মের গল্প লিখেছেন ভক্কণথাম ভামসি এবং প্রবীণ সুরকার মনী শর্মা সংগীত পরিচালক

জয় বালাজি রিয়েল মিডিয়ার ব্যানারে ছবিটির কাজ শুরু হয়েছিল ২০১২ সালে। কিন্তু আর্থিক জটিলতায় এত দিন ‍মুক্ত দেয়া হয়নি মুভিটি।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রকাশ রাজ, অভিমন্যু সিং, কোটা শ্রীনিবাস রাও, ব্রাহ্মানানডাম, জয় প্রকাশ রেড্ডি, চালাপাতি রাও প্রমুখ।

১২৩তেলেগু.কম ও উইকিপিডিয়া অবলম্বনে

Facebook Comments Box