ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থা ও ২০টি এনজিও সংগঠনের মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) নেতারা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে এ মত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
এতে ইএমএফের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী, পরিচালক হাবিবুর রহমান, আব্দুল জব্বার খান, আহমেদ আবুল কালাম আজাদ, মানবাধিকার সংগঠক মো. তানবীরুল ইসলাম, ব্যবসায়ী মো. ইকবাল বাহার, ইভিএম উদ্ভাবন কমিটির সদস্য মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশী-বিদেশী পর্যবেক্ষক মনোনীত, ইভিএম বিষয়ে সচেতনমূলক কার্যক্রম ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন বিষয়ে আলোচনা করেন।
প্রেস বার্তা