ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সরকারের হস্তক্ষেপ নয়

প্রেস বার্তা
মে ১৪, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী শনিবার (১৪ মে) মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময়ে দুই দেশের নির্বাচন ব্যবস্থা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ফুয়াদ তৌফিক বলেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করেছি। ইলেকশন মনিটরিং ফোরামের ব্যবস্থাপনায় ঢাকায় দ্বাদশ জাতীয় নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সার্কভুক্ত দেশসগুলোর নির্বাচন কমিশনার ও মানবাধিকার নেতারা বাংলাদেশ সফরে আগ্রহী। আগামী দ্বাদশ নির্বাচনে আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি পাঠাবে মালদ্বীপের নির্বাচন কমিশন।’

তিনি আরো বলেন, ‘একটি দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। আর নির্বাচন আয়োজনের মূখ্য ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সরকারের সহযোগীতা থাকবে, হস্তক্ষেপ নয়। রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে সহযোগীতা করা।’

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মালদ্বীপ নির্বাচন কমিশনের ভাইস-চেয়ারম্যান ইসমাইল হাবিব ও মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক মুহম্মদ মাসুম চৌধুরী ও এমএ মালেক।

প্রেস বার্তা

Facebook Comments Box