নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: শেখ হাসিনার সাথে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের হয়ে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করেন। এ সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেন এবং পরে ২৪ সেপ্টেম্বর ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আয়োজিত বিজনেস এক্সপো ২০২২ এ গেস্ট স্পিকার ও ২৫ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর বিশেষ বক্তা হিসেবে অংশ নেন।
এছাড়া তিনি ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্ক আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন।
চেম্বার সভাপতি কানাডা ও যুক্তরাজ্য হয়ে আগামী ৯ অক্টোবর দেশে ফিরবেন।