ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নামেই সুপার শপ! নেই সিএম সনদ; হালিশহর মার্ট খেল বিএসটিআইয়ের মামলা

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নামেই সুপার শপ! নেই সিএম সনদ। বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) ছাড়াই পণ্য বাজারজাতকরণ করে আসছিল চট্টগ্রাম সিটির হালিশহর থানা এলাকার সুপার শপ হালিশহর মার্ট।

ফারমেন্টেড মিল্ক, মুড়ি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুড়া সিএম সনদ গ্রহণ ব্যতীত প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণ করছিল হালিশহর মার্ট।

অবশেষে হালিশহর মার্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই চট্টগ্রাম।

রোববার (৯ মে) সকালে পরিচালিত সার্ভিলেন্স অভিযানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাটি করা হয়।

অভিযানে আমদানিকৃত পণ্যের মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ও এলসি নাম্বার নিশ্চিত করার জন্য হালিশহর মার্ট কর্তৃপক্ষের ম্যানেজারকে নির্দেশ দিয়েছে বিএসটিআই।

অভিযানে আমদানিকৃত পন্যের মোড়কে এলসি, বিএল এবং বিল অফ এন্ট্রি নাম্বার নিশ্চিত করার জন্য স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষেও নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা রাজিব দাশগুপ্ত ,ফিল্ড অফিসার (সিএম) তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) জিল্লুর রহমান, পরিদর্শক (মেট্রলজি) মৃধা সাইদুল ইসলাম, পরীক্ষক (রসায়ন) ও ইবরাহিম খলিল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box