চট্টগ্রাম: নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র।
রোববার (১৫ আগস্ট) সকালে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এতে প্রধান অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য।
আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ পুলিশ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।
আফরোজা দীনার সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন ও শাহরিয়ার হাসান, বার্তা প্রধান মো. মাঈনুদ্দিন, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাশ প্রমুখ।