চট্টগ্রাম: লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক গৃহীত ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রকল্পের আওতায় নাট্যাধার নির্মিত নাটক ‘আমাদের ৭১’ এর তৃতীয় প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত তিন দিন ব্যাপী ‘মুক্তাঙ্গন নাট্যোৎসব’ এর প্রথম দিন সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
শারমিন সুলতানা রাশার রচনা ও নির্দেশনা নাটক ‘আমাদের ৭১’ এর প্রযোজনা অধিকর্তা মাশরুজ্জামান মুকুট, প্রযোজনা উপদেষ্টা অশোক বড়ুয়া ও আবহ নিয়ন্ত্রণে ছিল কাওসার মজুমদার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোস্তফা কামাল যাত্রা, অশোক বড়ুয়া, আবুল হাসেম খান, জসিম উদ্দিন, শান্তা ভট্টাচার্য, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, শাকিল মুরাদ, তানিয়া আক্তার প্রমুখ।
পবা/এমএ