চট্টগ্রাম: প্রয়াত ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণ সন্ধ্যা’ আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম নগরী চেরাগী পাহাড়ের দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হবে
প্রতি বছরের ন্যায় নাট্যপত্রিকা নাট্যমঞ্চ, নাট্যমঞ্চ রেপার্টরি ও নাট্যমঞ্চ প্রকাশন যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করছে।
আয়োজনে এবার থাকছে নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মারক বক্তৃতা, নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা-স্মারক প্রদান, নাট্যকার চৌধুরী জহুরুল রচিত গান ও নাট্যমঞ্চ ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক জনাব এমএ মালেক। অতিথি ও আলোচক থাকবেন নাট্যজন শিশির দত্ত, সনজীব বড়ুয়া ও ড.ইউসুফ ইকবাল।
এবার স্মারক বক্তৃতা প্রদান করবেন প্রবীন সাংবাদিক ও গবেষক সুভাষ দে।
নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা-স্মারক প্রদান করা হবে প্রবীন নাট্য ব্যক্তিত্ব রবিউল আলম ও শুভ্রা বিশ্বাসকে।
কাবেরী সেনগুপ্তার সঙ্গীত পরিচালনায় চৌধুরী জহুরুল হক রচিত গান পরিবেশন করবে সঙ্গীত ভবন।
সংস্কৃতি কর্মী সাবিরা সুলতানা বীণার সঞ্চালনায় স্মরণ সন্ধ্যায় সভাপতিত্ব করবেন নাট্যমঞ্চের সম্পাদক জাহেদুল আলম
সংবাদ বিজ্ঞপ্তি