ঢাকা: একাদশ জাতীয় সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি মো. গনি মিয়া বাবুল।
সোমবার (২৯ আগস্ট) অভিনন্দন বার্তায় মো. গনি মিয়া বাবুল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বার বার নির্বাচিত সাংসদ শামসুল হক টুকু একজন সৎ, দক্ষ, বিচক্ষণ ও সৃজনশীল মানুষ। তিনি স্বীয় দায়িত্ব পালনের মাধ্যমে সব মহলে প্রশংসিত হবেন বলে আমি মনে করি।’
বার্তায় নতুন ডেপুটি স্পিকারের সর্বাঙ্গীন মঙ্গল ও সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।
প্রেস বার্তা
Facebook Comments Box