ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বই: নবাব সলিমুল্লাহ ও তাঁর সময় । সৈয়দ আবুল মকসুদ

পরম বাংলাদেশ
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

নবাব সলিমুল্লাহ বিশ শতকের অন্যতম শীর্ষ রাজনীতিবিদ, উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ‘অল ইন্ডিয়া মুসলিম লীগ’ এর প্রতিষ্ঠাতা। তাঁকে বলা হয় বাঙালি মুসলিম রাজনীতির জনক। তিনি অবহেলিত ও আত্মবিস্মৃত বাঙালি মুসলমানকে সর্বভারতীয় রাজনীতির মূলধারায় যুক্ত করেন।

ইতিহাসের এক সন্ধিক্ষণে সলিমুল্লাহর রাজনৈতিক মঞ্চে আবির্ভাব। সেই সময়টির তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ পর্যালােচনা ‘নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়’ বইয়ে। পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা তুলনাহীন। নবাব বাহাদুরের ব্যক্তিগত জীবনও বর্ণময়। এ বইতে আনুপুঙ্খিক গবেষণার মাধ্যমে স্যার সলিমুল্লাহকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে ।

প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত বইটির দাম ৪১৩ টাকা।

বই বিপণী বাতিঘরের যে কোন শাখায় অর্ডার করতে যোগাযোগ: ঢাকা: 01973-304344; চট্টগ্রাম:01733 067005; সিলেট: 01842-304344 ও বাংলাবাজার: 01707-768959

Facebook Comments Box