চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানা এলাকা থেকে দুইটি ধারাল ছোরাসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ছয়টার দিকে চান্দগাঁওয়ের আলী মাতব্বর রোডে সেন্ট মার্টিনস এলিমেন্টারি স্কুল সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হল- চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার মো. মানিকের পুত্র মো. আশিক (১৯) ও ফেনীর সোনাগাজীর কেরামতি বাজার কাছারী পুকুরের মো. জামালের পুত্র মো. মামুন (২০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জন সংযোগ শাখা জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ অভিযানে দুইটি ধারাল ছোরাসহ মো. আশিক ও মো. মামুনকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে।
Facebook Comments Box