ঢাকা: দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার (১ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশ্রাফ আলী খান খসরু। দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টি ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদকমন্ডলীর সভাপতি শাহাদাত হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহা সচিব অধ্যাপক উওম কুমার বড়ুয়া, সবুজ আন্দোলন’র প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামিদুল্লাহ আল মামুন, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল মজিদ, এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, কৃষক শ্রমিক জনতা যুব আন্দোলনের আহবায়ক সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক আশরাফ আলী, ঢাকা সাব এডিটর কাউন্সিল’র যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, দৈনিক মুক্ত খবররের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদসহ দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।
প্রেস বার্তা