ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেড় কেজির পুরাকীর্তিসহ চোরাকারবারী গ্রেফতার সাতকানিয়ায়

পরম বাংলাদেশ প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ছদাহা এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ একজন চোরাকারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৭।

ছদাহা এলাকায় শাহ মজিদিয়া রশিদিয়া এশিয়ান হাইওয়ে রেষ্টুরেন্ট ভাতঘরের পাশ থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) রাত আটটা ২০ মিনিটের সময় তাকে আটক পূর্বক গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. বাদশাহ (৫১) কক্সবাজার চকরিয়া সাহার বিল পাড়ার মৃত আবুল কালামের পুত্র।

জানা যায়, কয়েক জন চোরাকারবারী অবৈধভাবে পুরাকীর্তি (কষ্টি পাথরের মূর্তি) ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব ৭। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মো. বাদশাহকে আটক করে র‌্যাব। পরবর্তী দেহ তল্লাশী করে তার বাম হাতে থাকা খবরের কাগজে মোড়ানো অবস্থায় এক দশমিক ৬৫৪ কেজি পুরাকীর্তি (কষ্টি পাথরের মূর্তি) উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

মো. মাহমুদুল হাসান মামুন, র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা জানান, সে কষ্টি পাথরের মূর্তি অবৈধভাবে বিক্রির জন্য ওই স্থানে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box