ঢাকা (২ জুলাই) : মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশ গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) ১৩২ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করে আট হাজার ৪৮৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা নয় লাখ ৩০ হাজার ৪২ জন।
দেশে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৭৭৮ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
আর করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ২৫ হাজার ৪২২ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশে বৃহস্পতিবার (১ জুলাই) ১৪৩ জন মারা গেছেন।
খবর পিআইডির
Facebook Comments Box