চট্টগ্রাম: জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্ম বার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে ।
রোববার (১০ এপ্রিল) সকালে ফেনী শহরের বনানী পাড়ায় দারুল ইহসান মাদ্রাসায় এ আলোচনা সভা উদ্বোধন করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। দারুল ইহসান মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসাইন, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, সোসাইটির সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী।
হাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, ‘ঘন বসতির এ দেশে সরকারের শত চেষ্টার পরও অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রাম পর্যায়ে পৌঁছাতে পারেনি। হত দরিদ্র মানুষ হোমিওপ্যাথি চিকিৎসককে খুব সহজেই কাছে পাচ্ছে। পাশাপাশি খরচ স্বল্প মূল্যে থাকার কারণে হতদরিদ্র মানুষ এ চিকিৎসার বেশি নিচ্ছেন। আমাদের দেশি ও আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৩৫-৪০ ভাগ মানুষ এ হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও একাধিক বার এটাই প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক্তার আবদুর রব ভূঞাঁ, ডাক্তার মোহাম্মদ আলী, ডাক্তার মোতাহের হোসাইন, রেজাউল করিম নাদীম, সোসাইটির সদস্য রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান চৌধুরী।
প্রেস বার্তা