চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানাধীন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে দুটি ভিন্ন অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার ঝিলংঝা জাফরে বাড়ীর জাফর আলমের পুত্র মনজুর আলম (২৯) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার আট নম্বর ওয়ার্ডের বাথুয়া পূর্ব পাড়ার শরাফাত আলীর পুত্র মো. আনোয়ার জাহান (৩০)।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গোপন খবরের ভিত্তিতে ফিরিঙ্গী বাজার বাঁশঘাটা মোড়স্থ মেরিন ড্রাইভ রোডে সিএনজি অটোরিক্সা থেকে মনজুর আলমকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশী করে হলুদ রংয়ের স্কস টেপ দ্বারা মোড়ানো পলিথিনে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাবাদে মনজুর জানায়, তার কাছে থাকা গাঁজাগুলো সে কুমিল্লা থেকে এনেছে এবং আনোয়ার নামের ব্যক্তি নিউমার্কেট এলাকায় গাঁজাগুলো নেওয়ার জন্য অবস্থান করছে। মনজুরের দেওয়া তথ্য মতে, তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে নিউ মাকেট মোড় ফুলকলির সামনে থেকে মো. আনোয়ার জাহানকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসআই সুকান্ত চৌধুরী বাদী হয়ে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়।