চট্টগ্রাম: বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ফের চট্টগ্রাম জেলা প্রশাসনে গেল সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি।
এবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হাসানের সাথে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বৈঠক করেছেন সমিতির প্রতিনিধিবৃন্দ।
বৈঠকে প্রতিনিধি দলে সমিতির সমন্বয়ক মো. জহির উদ্দীন বাবর, অধ্যাপক খালেদ মাহমুদ, কালাপানিয়ার সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বায়রন, একেএম হুমায়ুন কবির চৌধুরী মাসুদ, আজমত আলী বাহাদুর, জসীমউদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।
গত ২০ জানুয়ারী সমিতির পক্ষ থেকে সন্দ্বীপের জেগে উঠা ভূমির খাজনা দেয়ার প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ বিভিন্ন বিষয় এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সমিতির পক্ষ থেকে সন্দ্বীপবাসীর অন্য দাবি-দাওয়া নিয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে সমিতির নেতৃবৃন্দ দাবী আদায় না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার মত প্রকাশ করেন।
নিউজ রিলিজ