ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দশ কেজি গাঁজাসহ বৃদ্ধা ও যুবক গ্রেফতার কোতোয়ালীতে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানা এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে আন্দরকিল্লার সিনেমা প্যালেসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কক্সবাজার জেলা সদরের ১২ নম্বর ঝিলংজা ওয়ার্ডের কলাতলীর মো. জাফর আলমের পুত্র মো. সরওয়ার কামাল প্রকাশ কালু (২২) ও এজাহার আহাম্মদের স্ত্রী মোছাম্মৎ রশিদা।

তাদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গাঁজাগুলো চৌদ্দগ্রাম সীমান্ত এলাকার রোজিনা বেগম (৩৮) হতে সংগ্রহ করেছে। এ সব গাঁজা তারা কক্সবাজার নেওয়ার জন্য সিনেমা প্যালেসের সামনে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

Facebook Comments Box