ঢাকাবুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শান্তি শৃংখলা বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী

পরম বাংলাদেশ ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: দলীয় শান্তি শৃংখলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তিনি এ আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, ‘দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ কোনক্রমেই করা যাবে না।’

Facebook Comments Box