চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির দক্ষিণ হালিশহর কাটা খালী স্কুল ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নুর-এ- জাহান তাহাফিজুল কুরআন মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৭০০ জন গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।
দেবাশীষ পাল দেবু বলেন, ‘করোনার শুরু থেকে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে আমরা জনগণের পাশে আছি। আগামী দিনগুলোতেও চট্টলার যুব সমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সব সময় থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, মো.লোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সাজ্জাদ আলী জুয়েল, মাসুদুল আলম জিকু, ফারুক হোসেন সুমন, ইয়াছিন আরাফাত, আবিদ হাসান, হেদায়তুল ইসলাম ইমু, মো. বশির, মনির উদ্দীন রুবেল, কাউসার আহমেদ রাজু, রায়হান, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম রানা, সাকিব, সাইফুজ্জামান রাকেশ, শুভ, শাহজাহান বাপ্পী আলী নুর, ইব্রাহীম খলিল, ইমতিয়ার হোসেন সাগর, নাইমুর রহমান রিয়াদ, সজীব মজুমদার, মুনতাসীর আলম, নিহাল, ফয়েজ আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ, ফাহিম,কামাল, রাব্বী মিলন প্রমুখ।
প্রেস বার্তা