ময়মনসিংহ: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ময়মনসিংহে বিনা মূল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করেছে ত্রিশাল অনলাইন প্রেস ক্লাব।
সামাজিক দূরত্ব মেনে বুধবার (২৫ নভেম্বর) ত্রিশাল পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ড নওধার মাদ্রাসা মাঠে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুছ।
সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আনোয়ার সাদাত জাহাঙ্গীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান (রনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফাহাদ বিন সাঈদ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি