চট্টগ্রাম: বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনে ২০১৭ সাল থেকে প্রবর্তন করেছে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’। দেশের সাংস্কৃতিক অঙ্গণে ও আবৃত্তি শিল্পে বিশেষ অবদানের জন্যে প্রতি বছর ২ মার্চ গোলাম মুস্তাফার জন্মদিনে একজনকে তারুণ্যের উচ্ছ্বাস এ সম্মাননা প্রদান করে থাকে।
এ বছর ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২১’ পাচ্ছেন দেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ।
আয়োজকরা জানান, এ বছর করোনা মহামারীর কারণে পরবর্তী বছরের যে কোন সুবিধাজনক সময়ে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম বারের মতো তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা গ্রহণ করেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ২০১৮ সালে এ সম্মাননা গ্রহণ করেন বরেণ্য আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টাপাধ্যায়, ২০১৯ সালে এ সম্মাননা গ্রহণ করেন গোলম মুস্তাফা তনয়া বরেণ্য অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এবং ২০২০ সালে সম্মাননা গ্রহণ করেন আবৃত্তি শিল্পী প্রজ্ঞা লাবনী এবং অভিনয় শিল্পী আফজাল হোসেন।
নিউজ রিলিজ