চট্টগ্রাম: ঢাকার ‘পর্দা বিলাস’ এর নানা ডিজাইনের পর্দা এখন থেকে পাওয়া যাবে চট্টগ্রামে।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে ঢাকার অভিজাত ‘পর্দা বিলাস’র শো রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) বিকালে এটি উদ্বোধন করা হয়। এটি ‘পর্দা বিলাস’র চট্টগ্রামে প্রথম এবং প্রতিষ্ঠানের পঞ্চম শোরুম।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ সবুজের সভাপতিত্বে ও জুঁই চৌধুরীর সঞ্চালনায় এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা ও কারা পরিদর্শক আবদুল আজিজ, কাপুড়িয়া পাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি বশির মোহাম্মদ, চলচ্চিত্র অভিনেতা মিজানুর রহমান বাবু, মডেল ও কোরিওগ্রাফার তারেক খান, নৃত্য শিল্পী ফরহাদুল আবেদীন, জাগো নারী এডমিন সুরভী আফরিন, মডেল রুনা পারভীন, সংস্কৃতি সংগঠক কবির মোহাম্মদ, অভিনেতা এসবি খান, শাকিল আরাফাত, মডেল ঝুলন বড়ুয়া।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক রুচিশীল মানুষের জন্য পর্দা বিলাস নিয়ে এসেছে বৈচিত্রময়, টেকসই ও মানসম্মত নানা ডিজাইনের পর্দা। ব্যবসায়ের প্রাণ কেন্দ্র চট্টগ্রামে পর্দা বিলাস এর এ শাখার মাধ্যমে পর্দা বিলাস তাদের নতুন নতুন পণ্য সবার মাঝে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেবে।
অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে ‘পর্দা বিলাস’র শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এর আগে সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস বার্তা